বৃষ্টি…

আজ অনেক ভারী ভারী ব্যাপার নিয়ে জ্ঞান দেব ভেবেছিলাম। কিন্তু এই বিকেলের ঝড়-টার পর সব ঘেঁটে গেল… তাই ওসব বাদ দিলাম… আপাতত কবিতা ছাড়া কিছু বেরোলো না… তাই কেউ আজ ‘লিবারিশ’ পড়তে চাইলে এই বাজে কবিতাটা পড়া ছাড়া আর কোনও উপায় নেই… সরি…

এলোমেলো চিন্তা, ব্যর্থতার আভাষ…

একঘেয়ে রাস্তা আর বড্ড চেনা মুখগুলোর প্রতিক্রিয়া;

এটা জীবন ভেবে নেওয়াটা ভুল নয় হয়তো,

কিন্তু কাম্যও নয় সেটা…

চারটে একরঙা দেওয়াল, আর ক্লান্তিহীন পাখার আওয়াজ

হয়তো সাধারণ বলে মেনে নেওয়াটাই আমাদের কাজ।

একটার রেশ না কাটতে কাটতেই আর একটার শুরু,

ইঁদুর দৌড়ের ফিনিশ লাইন মরীচিকাময়…

আর একটা কাজ,

একটা দায় মিটিয়ে ফেলার চেষ্টা…

আর একটা মানুষ, যার পিঠ ঠেকেছে দেওয়ালে;

মাথা গোঁজার ঠাঁই খুঁজতে যার চারটে দেওয়াল লাগে না;

তার একপা ফেলার জায়গা কেড়েছে অনেক জন,

তাই সামনে এগোনোর উপায় নেই তার…

দেওয়ালের কর্কশ কাঠিন্য তার পিঠে

ব্যথাহীন লাঞ্ছনার স্বাক্ষর করে দেয় অনায়াসেই…

একলা বৃষ্টি আমি এখন, চিলেকোঠায়…

কিন্তু সব ঘেঁটে দেয় ধুলোর ঝড়…

আর বৃষ্টি ধুয়ে দেয় সেই রাস্তাঘাট, লোকজন;

সেই ঝড়ের দাপটা রুখতে পারে না চার দেওয়াল,

চশমার কাঁচ ঝাপসা হয় বৃষ্টিতে,

দেখা যায় না সামনের মুখের কপট প্রতিক্রিয়া।

মনে চেপে বসা চিন্তার বাঁধ

ধুয়ে যায় আচিরেই…

আর ক্লান্তিহীন দু’টো চোখ, জানলার ধারে বসে বৃষ্টি দেখে…

সঙ্গে এই গানটা রইল…

https://gaana.com/song/akla-bristi

আরো একবার, একটা বোরিং কবিতা লিখে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিলাম… দুঃখিত…

শান্তির আশায়…

নীল…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.