প্রথমেই, গত দু’সপ্তাহের অনুপস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি! কারণ যাইহোক, সেগুলো খতিয়ে দেখলে শেষমেশ সেই চিরাচরিত ল্যাদের ক্যাটেগরীতেই পড়বে; তাই সে গভীরে না গিয়ে সিধে কাজের কথায় আসি। যদিও সেভাবে ভেবে দেখতে গেলে, আমি কাজের কথা খুব একটা বলি না, কিন্তু যাকগে যাক। আজ বড্ড বেশী বিশ্লেষণ করে ফেলছি... এ সপ্তাহটা কলকাতাবাসীর বড্ড বাজে গেল... …