আসলে, এই আসন্ন ঘটনার জন্যই চিরাচরির কাজকর্মে বাধা পড়ছিল। নভেম্বর থেকেই জানি, কিন্তু ব্যাপারটা কাছে না এলে ঠিক মালুম হয় না কিনা, তাই এখন মনে হল, ব্যাপারটা নিয়ে কিছু বলা/লেখা দরকার। তাই আজ…
ব্যাপারটা আর কিছু নয়, কাল বাদ পরশু দিল্লী চলে যেতে হচ্ছে, একটি চাকরী আপয়ার সুবাদে। আপাতত ১৫ মাসের জন্য সেখানেই থাকতে হবে বলে মনে হয় (যদি না তেনারা আমার পাশ্চাতদেশে পদাঘাত করে বার করে দেন)। ব্যাপারটা প্রথমে যত সহজ মনে হয়েছিল, এখন ততটা লাগছে না মোটেই। জীবনে প্রথমবার বাড়ি/কলকাতা ছাড়া হচ্ছি তো, তাই না চাইতেও পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে।

তবে হ্যাঁ, একা যখন থাকতে হবে, তখন এত ভেবে লাভ নেই। নতুন বছরের নতুন রেসোল্যুশন তাই হল সব দিক বাঁচিয়ে চলে, কাজ কর্ম সামলেও ছবি তোলা, গান-বাজনা আর লেখালিখিতে টাইম দেওয়া।
জানি না কতটা পারব, জীবনের প্রথম চাকরী, কতদুর সময় বের করে সব ম্যানেজ করতে পারব। কারণ একটা ‘সোলো সংসার’ করতে হবে তো…
তবে বিদায়ী এই পোষ্টটা আজ দেওয়ার কারণ যাদের সাথে দেখা হল না, তাদের বলি ‘আবার দেখা হবে’- আর যাদের সাথে দেখা করার ইচ্ছে নেই, তাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিলাম…
তাহলে, দেখা হবে পরের সপ্তাহে, দিল্লীতে…
শান্তির আশায়,
নীল…
Dakha to hobei.. akhon chuto pelei dilli jbo..R tor ghare bose khabo.bhalo thakis and all the best
LikeLike
আরে দিল্লি তো মাত্র এক ঘন্টা বা এগারো ঘন্টা দূরে
LikeLike