ছেড়ে কলকেতা বন, হব পগার পার…

আসলে, এই আসন্ন ঘটনার জন্যই চিরাচরির কাজকর্মে বাধা পড়ছিল। নভেম্বর থেকেই জানি, কিন্তু ব্যাপারটা কাছে না এলে ঠিক মালুম হয় না কিনা, তাই এখন মনে হল, ব্যাপারটা নিয়ে কিছু বলা/লেখা দরকার। তাই আজ…

ব্যাপারটা আর কিছু নয়, কাল বাদ পরশু দিল্লী চলে যেতে হচ্ছে, একটি চাকরী আপয়ার সুবাদে। আপাতত ১৫ মাসের জন্য সেখানেই থাকতে হবে বলে মনে হয় (যদি না তেনারা আমার পাশ্চাতদেশে পদাঘাত করে বার করে দেন)। ব্যাপারটা প্রথমে যত সহজ মনে হয়েছিল, এখন ততটা লাগছে না মোটেই। জীবনে প্রথমবার বাড়ি/কলকাতা ছাড়া হচ্ছি তো, তাই না চাইতেও পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে।

আমি নিঃশ্বাস নেব কেন ?

তবে হ্যাঁ, একা যখন থাকতে হবে, তখন এত ভেবে লাভ নেই। নতুন বছরের নতুন রেসোল্যুশন তাই হল সব দিক বাঁচিয়ে চলে, কাজ কর্ম সামলেও ছবি তোলা, গান-বাজনা আর লেখালিখিতে টাইম দেওয়া।

জানি না কতটা পারব, জীবনের প্রথম চাকরী, কতদুর সময় বের করে সব ম্যানেজ করতে পারব। কারণ একটা ‘সোলো সংসার’ করতে হবে তো…

তবে বিদায়ী এই পোষ্টটা আজ দেওয়ার কারণ যাদের সাথে দেখা হল না, তাদের বলি ‘আবার দেখা হবে’- আর যাদের সাথে দেখা করার ইচ্ছে নেই, তাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিলাম…

তাহলে, দেখা হবে পরের সপ্তাহে, দিল্লীতে…

শান্তির আশায়,

নীল…  

Advertisement

2 thoughts on “ছেড়ে কলকেতা বন, হব পগার পার…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.