মন ভালো নেই… তাই আচমকাই এই উপদ্রব… কেউ বিরক্ত হলে ক্ষমা চেয়ে নিলাম আগে ভাগে…
আমি, হঠাৎ একা হয়ে গেলাম;
গভীর রাতের ঝগড়া, অনেক খুনসুটি, বাধা পড়ল;
রাত জাগা মোবাইলটাও অধৈর্য্য হয়ে পড়ল ঘুমিয়ে…
আমি, জেগে রইলাম চুপ করে,
তারা গোনার অবকাশ নেই-
(তাই) চোখ বুজে মুহুর্ত গোনার চেষ্টা করলাম।
আমি, আবার সেখানে গেলাম;
যেখানে শেষবার চোখে মিলেছিল চোখ;
অলস কফির কাপও মুখ ফিরিয়ে নিল,

আমি আবার হাঁটলাম পথে,
অচেনা স্রোতে গা ভাসালাম খানিক-
দমকা হাওয়া যেন দীর্ঘশ্বাস ফেলে গেল মুখে…
আমি, তবুও একা রইলাম;
দমকার হাওয়ায় ঘেঁটে যাওয়া চুল গোছাতে,
এগিয়ে এল না কারো হাত…
আমি, তাই অপেক্ষায় রইলাম।
অনেক দূরে, অনেক দেশের পথ ঘুরে-
সেই দিনটার সন্ধানে, যেটা এখনো আসেনি;
কিন্তু এখনি আসলে ভালো হয়…
শান্তির আশায়…
নীল…
চালিয়ে যা…
LikeLike