মধ্যরাত, এবং একটি কবিতা…

394829_153850498097346_796504567_n
“চুমু” (ছবিস্বত্ত্ব – লেখক)

ভ্যালেন্টাইন ডে নিয়ে যার যে মত-ই হোক না কেন, হাজার আঁতেল কবিদের মনও একটু হলেও চঞ্চল হয়ে ওঠে; তবে সেটা গোলাপ বাগান ছাড়খাড় করে নয় (ডায়ালগ স্বত্ত্ব – কুনাল পালোই)। হিপোক্রীট বা মিডিওকর বদনামটা পাওয়ার অযোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু আজকের পোষ্ট-এর জন্য, সেটা সহ্য করার ক্ষমতাটুকু আমার আছে বলেই আমি মনে করি; তাই ভ্যালেন্টাইন ডে-এর আগাম উপহার, একটি কবিতা…

একটা হালকা ভেসে বেড়ানো,

আর একটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা;

এই নিয়েই একটা দিন এসেছিল,

আর চলেও গেছিল না পাওয়ার অনুভূতিতে-

আর তারপর মেঘ কেটেছিল;

চাঁদের হাসিতে জেগেছিল রাত

আর বুঝেছিলাম, পূর্ণিমার পূর্ণতা কোথায়।

কোথায়ই বা আকাশের ব্যাপ্তিকে ছাপিয়ে,

এক সুর বেজে উঠেছিল;

যে সুরে কথা বলেছিল কবিতা;

ছন্দে ছন্দে দুলেছিল ঘাসফুল-

আর নিজের অজান্তেই হাতে ঠেকেছিল আর একটা হাত।

বিশ্বাস করার আগেই মুঠো হয়েছিল শক্ত-

আর পা চলেছিল পথে,

কখনো এলোমেলো, কখনো বা দৃঢ়- প্রতিপদে।

একটু একটু করে রঙ বদলেছিল আকাশ;

আর চাঁদ মেঘের আবডাল খুঁজেছিল আবার-

অন্ধকারে খাওয়া হোঁচট সামলে, আবার এগিয়েছিল পা।

অনেক পথের শেষে, আজ এখানে দাঁড়িয়ে আমরা;

পূর্ণিমা ফের কুর্নিশ করছে হেসে।

এই কি তবে পথের শেষ ?

চলা থামবে ? এই কি বিশ্রাম ?

চাঁদের আলো ফের পথ দেখায়;

যে পথ অনেক দূরে দিগন্তে মিশেছে-

পথের শেষে কি আছে,

সেটা এখনো অজানা;

কিন্তু থামার উপায় নেই;

কারণ হাতে হাত আছে,

আর আছি দু’জন-

একা থেকে একান্তের সন্ধানে,

একলা থেকে একসাথের উদ্দেশ্যে…

শান্তির আশায়,

নীল…

পুনশ্চ- এই সপ্তাহান্তে বিষয় গোয়েন্দার দ্বিতীয়, এবং আশা করি শেষ পর্ব পোষ্টিত হবে… কথা দিলাম…

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.