আসলে, প্রথম ব্লগ পোস্ট এর দিন কথা দিয়েছিলাম বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই পোষ্ট দেব, কিন্তু তারপর থেকে শুধু ইংরেজিতেই লিখে গেছি। আমার কিছু বন্ধু এবং বান্ধবী, যারা আমার ব্লগ নিয়মিত (!) পরে; তারাও অভিযোগ করেছে, আর বলেছে বাংলায় লেখা চাই। তাই এই দু-তিন লাইনে দায়সেরে, আর তারপর আমারই লেখা একটা কবিতা দিয়ে এই স্বল্পদৈর্ঘ্যের পোষ্টটা শেষ করব।
আসলে এ সপ্তাহটা একটু ব্যস্ত হয়ে পড়েছি, আমার এক বন্ধুর ভাই অসুস্থ হয়ে পড়ায়। তাই লেখায় তেমন সময় দিতে পারিনি বলেই, কিছুদিন আগে লেখা কবিতাটাকেই এভাবে ‘পোষ্টিত’ করলাম।
লেখাটা ‘ডেডিকেট’ করলুম সেই ভাইটিকেই, যে কাল আশাকরি হাসপাতাল থেকে ছাড়া পাবে, যার ভালো নাম ‘শুভম’, আর ডাক নাম ‘ঋষি’।

কবিতাটা কিন্তু আগে লেখা… আর তার অনুপ্রেরণা অন্য একজন। নাম বলব না, সে নিজেও বুঝবে, আর যাদের বোঝার, তারাও বুঝবে। আসলে নাম বলি বা না বলি, তার সুন্দর সেই হাসিটার সামনে, আমি নিতান্তই অসহায়; তাই হাসিটা দেখলেই গাইতে ইচ্ছে করে, ‘ওরম তাকিয়ো না, আমি ক্যাবলা হয়ে যাই’…
যাই হোক, এবার কবিতা, যার নাম “কবিতার ঘুম”
আজ আবার চোখে ঘুম আসছে;
গোধুলির পর, যেমন
ঝুপ করে নামে অন্ধকার;
তেমনই একটা আবছা
আঁধার নামছে চোখে…
যেমন গ্রীষ্মের প্রথম কালবৈশাখী;
ঝরিয়ে দেয় জীর্নতা, ধুলো
যা শীতের অলসতার সুযোগ নিয়ে
জমেছিল রন্ধ্রে রন্ধ্রে…
তেমন বৃষ্টিরই আর্দ্রতা মাখা একটা
নিদ্রার শিতলতা আসছে চোখে।
আজ আবার ক্লান্ত লাগছে;
যে পাখিটা সাতসমুদ্র পার করে
পরিযানের নেশায়;
সেও দুদন্ড জিরিয়ে নিতে চায় হয়তো,
নিজের ক্লান্তির হিসাব বুঝে নিতে…
সেরকমই আমার চোখ বুজে দেয়
বহুদিনের ঘুমের আবেশ;
তবু, মনে মনে ঘুমকে তিরস্কার করি;
আর খাতায় কাটি আঁকিবুঁকি…
হঠাৎ, তারা শব্দ হয়ে ওঠে;
আর না চাইতেও ভরে যায়
পাতার পর পাতা…
ঘুমের ক্লান্তিকে ছাপিয়ে তাই,
কলমের গায়ে কবিতা জড়ায়,
আর চোখ খুলে, ঘুম ভেঙে,
আমি লিখতে বসি…
শান্তির আশায়…
নীল
Banglai proyas dekhe bhalo laglo…bangla tai dhore rakh…
LikeLike
English এ আর লিখবো না বলছ ???
LikeLike
akdom…
LikeLike
Mugdho holam..kobitar ghumer resh amar chokheo lege gelo. .osadharon
LikeLike
ভালো লিখেছিস। চালিয়ে যা….Keep Inking ✍✍✍
LikeLike
বুঝতেই পারলাম এত ছোট লেখার কারণ, তবে বাংলায় লিখলে কয়েক পাতা লিখে ফেল পরের বার, পড়তে বেশি ভালোলাগে বাংলায়।জানি সব কথা বাংলায় বা সব ইংরেজি তে লেখা যায়না সবসময়, তবে তোর ওই ভুতের গল্পটার মতো গল্প লেখ একটা,অনেকদিন গল্প পড়িনি তোর লেখা।
LikeLike
Tor english a lekhar quality ank er che ank valo,otao chaliye ja
LikeLike